skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনহরি হর ‘পৃথ্বীরাজ’

হরি হর ‘পৃথ্বীরাজ’

Follow Us :

আগামী ৩ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘পৃথ্বীরাজ’।ট্রেলারের পর প্রকাশ্যে এল ছবির নতুন গান ‘হরি হর’।দীর্ঘদিন পর অক্ষয় কুমারের এই নতুন ছবিতে শোনা যাবে শঙ্কর-এহসান-লয় ত্রয়ীর সুর,গান গেয়েছেন আদর্শ শিন্ডে।গানের কথা বরুণ গ্রোভরের।’পৃথ্বীরাজ’ অক্ষয়ের সঙ্গে ছবিতে ‘সংযুক্তা’-র চরিত্রে নজর কাড়বেন মডেল অভিনেত্রী মানুষী চিল্লর।পাশাপাশি দেখা যাবে সঞ্জয় দত্ত,সোনু সুদ ও মানব ভিজকেও।ছবির পরিচালক ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

অক্ষয় কুমারের আগের ছবি ‘বচ্চন পাণ্ডে’ মোটেও ভাল ব্যবসা করেনি বক্সঅফিসে। ওটিটিতেও ভাল ফল করতে ব্যর্থ হয়েছে ছবি।তবে পুরনো ব্যর্থতা ভুলে ফের নিজেকে বক্সঅফিসের খিলাড়ি প্রমাণ করতে চান অক্ষয়।ইতিমধ্যেই ‘পৃথ্বীরাজ-এর সাফল্য নিয়ে রীতিমতো আশাবাদী অভিনেতা।২০২০ থেকে করোনা সংক্রমণের জন্য বারবার থমকেছে ছবির মুক্তি।

চলতি বছরের জানুয়ারিতেও ‘পৃথ্বীরাজ-এর মুক্তি নিয়ে পরিকল্পনা করে শেষ মুহূর্তে পিছিয়ে যেতে বাধ্য হন প্রযোজক আদিত্য চোপড়া।সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে শেষ পর্যন্ত রূপোলি পর্দায় আসছে ‘পৃথ্বীরাজ’।ছবি নিয়ে দর্শকমহলেও যে দারুণ আগ্রহ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

Most Popular